শোভনলাল রাহা, এইকাল নিউজ:
হোলির উৎসবেও ভাটপাড়ায় অব্যাহত রাজনৈতিক চাপানউতোর। শনিবার ভাটপাড়ার অবাঙালি অধ্যুষিত মেঘনা মোড় এলাকায় হোলি খেলাকে কেন্দ্র করেই ফের অশান্তি ছড়ায়। বচসায় জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি সমর্থকরা। ক্রমেই বচসা সংঘর্ষের রূপ নেয়। বিজেপি সাংসদ অর্জুন সিংহের বাড়ির সামনের এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। সংঘর্ষে জখম হয় চার জন। ঘটনাস্থলে পৌঁছে বিশাল পুলিশ বাহিনী পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।
তৃণমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে সদলবলে হামলার অভিযোগ করে বিজেপি। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার তদন্তে নেমে জগদ্দল থানার পুলিশ তিন জনকে গ্রেফতার করে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।