Breaking
15 Apr 2025, Tue

বিধায়ক পার্থ ভৌমিকের প্রচেষ্টায়
নৈহাটি থেকে নিউটাউন হয়ে করুনাময়ী এসি বাসের যাত্রা শুরু

শোভনলাল রাহা, এইকাল নিউজ:

নৈহাটির গর্বের মুকুটে যুক্ত হল নতুন পালক। নৈহাটি বাস টার্মিনাস থেকে এসি ও নন এসি দুটি বাস চালু হল করুনাময়ী পর্যন্ত। নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের ঐকান্তিক প্রচেষ্টায় ১৮ জুন শনিবার সকাল ৯টায় দু’টি বাস এর শুভ উদ্বোধন হলো।
রুটঃ নৈহাটি থেকে ছেড়ে রাজারহাট নিউটাউন হয়ে করুনাময়ী যাবে আবার বিকেলে ফেরৎ আসবে। নিত্য অফিসযাত্রী দের কথা ভেবে এই উদ্যোগ।

Developed by