Breaking
11 Apr 2025, Fri

লালন আকাদেমির উদ্যোগে ওপার বাংলার বাউল গান সহযোগে ব্যতিক্রমী সঙ্গীতানুষ্ঠান


এইকাল নিউজ:

Advertisement

লালন আকাদেমি আয়োজনে নৈহাটির সমরেশ বসু সভাকক্ষে অনুষ্ঠিত হল “বৃহত্তর বাংলার মহাজনী পদ”। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালন আকাদেমির সভাপতি শ্রী শুভেন্দু মাইতি, মুর্শিদাবাদ জেলার সাধক বাউল খোদাবক্স ফকির। আমন্ত্রিত ছিলেন জামালুদ্দিন টুনটুন। বিশ্ববরেণ্য বাংলাদেশের বাউল শিল্পী, টুনটুন ফকির।


জন্মের সময় এত ছোটো জন্মেছিলেন যে ওনার নানি টুনটুনি পাখীর সাথে তুলনা করে টুনটুনি নাম দিয়েছিলেন। সেই নামেই আজ উনি জগত খ্যাত।
ওনার জন্ম হয়েছিলো ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মহম্মদ বাজার থানার সেকাড্ডা গ্ৰাম। পরে উনি ওনার মা মারা যাবার পরে ওনার মামারা ওনাদের নিয়ে অধুনা বাংলাদেশের কুষ্টিয়া তে চলে যান। তারপর কুষ্টিয়া তে ভাবসঙ্গীত শুনে উনি আপ্লুত হন। সাঁইজীর পদের সাথে আলাপ হয়। আরো পরে ফকির মোকসেদ আলী র সংস্পর্শে আসেন এবং উনি নিজে স্বীকার করেন যে এই মকসেদ আলী সাঁই ই ওনার এ জগতের সঙ্গীত গুরু। গুরু ওনাকে অকৃপণ হাতে ওনার সঙ্গীতের সব অনুভব দিয়েছেন আর উনি আজও সেটা বহন করে চলছেন। ওনার গানের একটা নিজস্ব ধর্ম আছে। ওনার গানের প্রতিটা শব্দ উচ্চারণ শ্রোতাদের মনে দাগ কাটে। এমনই এক অসামান্য অনুভূতির সঞ্চার হয় গত ৩ জুলাই ২০২২ তারিখের সন্ধায়। নৈহাটির সমরেশ বসু কক্ষে, টুনটুন ফকির শোনান মোকসেদ আলী, পাঞ্জু শাহ, লালন ফকিরের গান। লালন ফকিরের
‘মন তুই করলি একি ইতরপনা’, লন্ঠনে রূপের বাতি’, ‘এসো হে অপারের কান্ডারী’, ‘আশাসিন্ধুতীরে বসে আছি সদাই’ মোকসেদ আলির ‘সহজ সুমতি’, এবং ‘মহা কাজে মহা ধন্য মহামান্য মহাজন’, পাঞ্জু শাহ-র ‘যে দেখেছে বন্ধুর ওই রূপ’।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার খোদাবক্স ফকির। বাউল জীবনের যাপন ও বর্তমানে তাদের সঙ্কট নিয়েও কথা বলেন সাধক খোদাবক্স ফকির। গানে গানেও ব্যখ্যা করেন বাউলতত্ত্ব। শোনান-কুবীর গোঁসাই এর ‘দেখব তোমার সুবিচার কেমন’, এবং লালন ফকিরের ‘রঙমহলে চুরি করে কোথায় সেই চোরের বাড়ি”।

অনুষ্ঠানের প্রথমার্ধে লালন আকাদেমির শিল্পীরা মহাজনী গান শোনান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন লালন আকাদেমির সম্পাদিকা তাপসী রায়চৌধুরী। এক অনবদ্য আবেশে আবিষ্ট হলেন আগত দর্শক স্রোতাবৃন্দ।

Developed by