Breaking
11 Apr 2025, Fri

প্রসঙ্গ টেট: হাইকোর্টে রাজ্য সরকারের আবেদন খারিজ, হলফনামা দিতে বলল ডিভিশন বেঞ্চ

এইকাল নিউজ:

প্রাথমিক টেটে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্যের আবেদন খারিজ হয়ে গেল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সে সঙ্গে রাজ্য সরকারকে হলফনামা দিতেও বলা হয়েছে। চার সপ্তাহের মধ্যে হলফনামা চেয়েছে আদালত।

২০১৪ সালের টেট পরীক্ষার (TET) নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল। সেই মামলার বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছিল সরকার। বলা হয়েছিল, এত বছর পর মামলা করায় তা গ্রহণযোগ্য নয়।

জনস্বার্থ মামলায় রাজ্য সরকারের এই আবেদন খারিজ হয়ে গেছে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়েছে মামলাটি গ্রহণযোগ্য। সবপক্ষকেই হলফনামা জমা দিতে হবে আগামী চার সপ্তাহের মধ্যে।

টেট দুর্নীতি নিয়ে এই জনস্বার্থ মামলাটি দায়ের করেছিলেন বিজেপি নেতা তাপস ঘোষ। কেন মেধাতালিকা প্রকাশ করা হয়নি, নিয়োগে কোনওরকম কারচুপি হয়েছে কিনা, তা খতিয়ে দেখার আবেদন জানিয়েছিলেন মামলাকারী। সেই মামলায় হলফনামা চাইল হাইকোর্ট।

Developed by