Breaking
11 Apr 2025, Fri

বাংলার কোচের পদ থেকে ইস্তফা দিলেন অরুণলাল

এইকাল নিউজ:

বাংলা কোচের পদ থেকে সরে গেলেন অরুণ লাল (Arun Lal)। তিনি একটা সময় সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে নিয়েছিলেন নিয়োগপত্র। সেইসময় সৌরভ সিএবি-র প্রেসিডেন্ট ছিলেন। এবার পদত্যাগপত্র দিয়ে এলেন সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়েত হাতে।

Advertisement

মঙ্গলবার বিকেলে অরুণ সিএবি-তে যান। সচিব স্নেহাশিসের হাতে ইস্তফা দিয়ে এসেছেন বাংলার লালজি। তিনি সেইভাবে দলকে মোটিভেট করতে পারছেন না, সেটাই জানিয়েছেন চিঠিতে।

২০২০ সালে রঞ্জি ফাইনাল ও এবার দলকে সেমিফাইনালেও তুলেছিলেন তিনি। কিন্তু বাংলা কর্তারাও চেয়েছিলেন এবার নয়া কোচকে দায়িত্ব দিতে। নিজের দেওয়াল লিখন পড়ে ফেলেছিলেন এই অভিজ্ঞ কোচ। তাই তিনিই সরে গিয়ে কর্তাদের দায়িত্ব কমালেন।

এ বারের রঞ্জিতে মধ্যপ্রদেশের কাছে সেমিফাইনালে হেরে যায় বাংলা। মরসুম শেষ হতেই বাংলার কোচ বদল হবে এমন একটা হাওয়া উঠেছিল। সিএবি-তে অরুণ লাল বলেছেন, ”আমি ক্লান্ত। ন’মাস ধরে এই দায়িত্ব সামলানো আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আমি শারীরিকভাবে ধকল নিতে পারছি না। তাই ছেড়ে দিলাম কোচ ও মেন্টরের পদ।”

সৌরভই অরুণকে মেন্টর করেছিলেন। সেইসময় সবেমাত্র ক্যান্সার থেকে সেরে উঠেছেন লালজি। দায়িত্ব নিতে দ্বিধা করেননি। কিন্তু এমন সময়ে সরলেন যখন সৌরভ আর সিএবি-র আর কেউ নন, তিনি চলে গিয়েছেন বিসিসিআই-র শীর্ষ পদে।

Developed by