Breaking
11 Apr 2025, Fri

এসএসসি দুর্নীতি মামলায় নয়া মোড়,দপ্তরের প্রধান সচিব মণীশ জৈন সিবিআই তলব পেয়ে পৌঁছলেন নিজাম প্যালেসে

এইকাল নিউজ:

এসএসসি (SSC) দুর্নীতি মামলায় শিক্ষা দফতরের প্রধান সচিবকে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) নির্দেশে এই মামলার তদন্ত করছে তারা। সেই মামলায় জিজ্ঞাসাবাদ করতেই তলব করা হল শিক্ষা দফতরের প্রধান সচিব মণীশ জৈনকে।

Advertisement

মণীশ জৈনকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে, এর জন্য দু’দিনের সময় দেওয়া হয়েছিল তাঁকে। বৃহস্পতিবার কিংবা শুক্রবার হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। তবে তলব পেতেই নিজামে পৌঁছে গেছেন মণীশ জৈন। সূত্রের খবর, এসএসসি নিয়োগে দুর্নীতির বিষয়ে যাবতীয় খুঁটিনাটি প্রশ্ন করা হবে শিক্ষা দফতরের সচিবকে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার পর নিজাম প্যালেসে হাজিরা দিতে ঢোকেন শিক্ষা দফতরের প্রধান সচিব। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী এই তদন্ত চলছে। সূত্রের খবর, এসএসসি-র উপদেষ্টা কমিটি কীভাবে, কার নির্দেশে গঠন করা হল, কোন পদ্ধতিতে সেই কমিটি কাজ করত, এসব প্রশ্ন করা হতে পারে মণীশ জৈনকে। কেন মেধাতালিকায় স্বচ্ছতা ছিল না, জানতে চাওয়া হবে তাও।

Developed by