এইকাল নিউজ:
কেন্দ্রীয় সরকারের এনআইআরএফ র্যাঙ্কিং (NIRF India Rankings 2022) তালিকায় উঠল বাংলার যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম। দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে চতুর্থ স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। অন্য দিকে, অষ্টম স্থান দখল করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)।

শুক্রবার দেশের জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির সেরা তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। ওই তালিকায় দেশের সেরা বিশ্ববিদ্যালয় আইআইএসসি বেঙ্গালুরু। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়।
দেশের সেরা মেডিক্যাল কলেজ দিল্লির এইমস। সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাজ। আইআইএম অমদাবাদ সেরা ‘বি’ স্কুল। গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে আইআইটি খড়গপুর রয়েছে পঞ্চম স্থানে।

বিশ্ববিদ্যালয় শাখায় প্রথম দশের মধ্যে চার নম্বর স্থান দখল করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাজ্যের মধ্যে অবশ্য প্রথম। এই তালিকা প্রকাশিত হওয়ার পর বাংলার ওই শিক্ষাপ্রতিষ্ঠানগুলির কর্তৃপক্ষ, ছাত্র-ছাত্রী এবং শিক্ষকেদের শুভেচ্ছা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটারে লেখেন, ‘এনআইআরএফ র্যাঙ্কিংয়ে রাজ্যে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। কলেজের মধ্যে দেশে অষ্টম স্থানে রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ। এই তথ্য জেনে আমি গর্বিত। শিক্ষক এবং শিক্ষার্থীদের আমার শুভেচ্ছা’।