এইকাল নিউজ:
মন্ত্রী পার্থ চ্যাটার্জি কে গ্রেপ্তার করল সিবিআই। টানা 26 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে তৃণমূলের মহাসচিব তথা শিল্প মন্ত্রী পার্থ চ্যাটার্জি কে আজ কিছু আগে নিজ বাস ভবন থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে শিল্প মন্ত্রী তথা প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

গতকাল রাতভর জেরা পর্ব চলেছে। রাত সাড়ে ১০টা নাগাদ কেন্দ্রীয় বাহিনী নিয়ে পার্থবাবুর বাড়িতে পৌঁছন ইডির এক আধিকারিক।
শনিবার সকালেও মন্ত্রীর বাড়িতে ছিলেন ইডির অফিসারেরা। নাকতলায় পার্থবাবুর বাড়ির বাইরে ছিল পুলিশি প্রহরা। এদিন সকালে জিজ্ঞাসাবাদ পর্ব চলার সময় পার্থবাবু অসুস্থ বোধ করায় খবর দেওয়া হয় ডাক্তারকে। সকাল ৮টা নাগাদ মন্ত্রীর বাড়িতে পৌঁছয় মেডিক্যাল টিম। তার কিছুক্ষণ পরেই পার্থবাবুর আইনজীবী পৌঁছন বাড়িতে। এর ঘণ্টাখানেক পরে গ্রেফতার করা হয় তাঁকে।
স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ জমা পড়েছিল কলকাতা হাইকোর্টে। সেই সব মামলার শুনানির পর বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই সঙ্গে বিচারপতি এও জানিয়েছিলেন, সিবিআই যদি মনে করে রাজনৈতিক প্রভাবশালীদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে, তাও তারা করতে পারে। এজন্য আদালতের থেকে পৃথক ভাবে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। কলকাতা হাইকোর্টের ওই নির্দেশেই স্কুল সার্ভিস দুর্নীতির তদন্ত করছে সিবিআই ও ইডি। তাত্পর্যপূর্ণ হল, এ ক্ষেত্রে কোনও ঢিলেমি দেখলে আবার প্রতিক্রিয়া জানাচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
ওই তদন্ত সূত্রেই শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) ম্যারাথন জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। পার্থবাবুর পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন ও প্রাথমিক শিক্ষা বোর্ডের প্রাক্তন কর্তাদের বাড়িতে তল্লাশি চালায় ইডি। তা ছাড়া পার্থবাবুর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ কোটি টাকা উদ্ধার করে কেন্দ্রীয় এজেন্সি। এর পরই অনেক রাতে বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে পার্থবাবুর (Partha Chatterjee) বাড়িতে পৌঁছে যান ইডির এক পূর্বাঞ্চলীয় কর্তা। তার পর রাতভর জিজ্ঞাসাবাদ চলে। এদিন সকালে প্রাক্তন শিক্ষা মন্ত্রীকে গ্রেফতার করে ইডি। আজ তাঁকে আদালতে পেশ করা হতে পারে।
পার্থবাবু ছাড়াও শুক্রবার তল্লাশি চালানো হয়েছে শিক্ষা প্রতি মন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতে। পরেশের মেয়ে অঙ্কিতা অধিকারীকে নিয়ম ভেঙে স্কুলে চাকরি দেওয়া হয়েছিল। সেই চাকরি থেকে তাঁকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তা ছাড়া অঙ্কিতা মাইনে ফেরত দেওয়ার নির্দেশও আদালত দিয়েছে।
এ ছাড়া এদিন তল্লাশি চালানো হয়েছে প্রাথমিক শিক্ষা বোর্ডের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িতে। তল্লাশি চলেছে পার্থবাবুর (Partha Chatterjee) প্রাক্তন ওএসডি এবং ব্যক্তিগত সহায়ক পিকে বন্দ্যোপাধ্যায় এবং সুকান্ত আচার্যর বাড়িতেও। পাশাপাশি চাকরি দেওয়ার নামে প্রতারণায় অভিযুক্ত চন্দন মণ্ডল, মাধ্যমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণময় বন্দ্যোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারের বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালিয়েছেন ইডির অফিসাররা।