এইকাল নিউজ:
নৈহাটি থানার উদ্যোগে আসন্ন মহরমকে কেন্দ্র করে বৃহস্পতিবার আয়োজিত হল সমন্বয় বৈঠক।
সমন্বয়ে বৈঠকের উদ্দেশ্য ছিল আসন্ন মহরম যেন শান্তিপূর্ণভাবে পালিত হয়।
উপস্থিত ছিলেন নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়, নৈহাটি থানার আইসি ইন্সপেক্টর অরূপ ঘোষ, ট্রাফিক ইন্সপেক্টর নর্থ সুব্রত চন্দ, নৈহাটির ওসি এক্সসাইজ জয়দ্বীপ বন্দ্যোপাধ্যায় নৈহাটি রাজ্য সাধারন হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার দেবাশীষ রাহা, মহরম কমিটির খলিফা জনাব বদরুদ্দীন, মহরম কমিটির সম্পাদক জনাব শাহজাদা, মারকাজি কমিটির সম্পাদক জনাব জামশেদ আক্তার, গারিফা ফায়ার স্টেশনের সাব অফিসার প্রণয় মণ্ডল, কারিগর পাড়ার খালিফা জনাব সামসুল হক, কাপা ট্রাফিকের ওসি কুমারেশ ঘোষ, পুরসভা এলাকার বিভিন্ন কাউন্সিলর সহ বহু বিশিষ্ট জন।
নৈহাটি পুরসভার সমরেশ বসু কক্ষে আয়োজিত এই সমন্বয় বৈঠকের সঞ্চালনা করেন সাপ্তাহিক সংবাদপত্র এইকাল এর সম্পাদক তথা কলকাতা জার্নালিস্ট ক্লাবের সদস্য শোভনলাল রাহা।