শোভনলাল রাহা, এইকাল নিউজ:

১সেপ্টেম্বর, পুলিশ দিবস পালিত হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে। এদিন ব্যারাকপুরের নগরপাল শ্রী অজয় ঠাকুর উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নিয়ে পুলিশ দিবসের নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পুরস্কৃত করা হয় পুলিশের সমস্ত বিভাগের 54 জন পুলিশকর্মীদের।
