Breaking
11 Apr 2025, Fri

মন্ত্রী পার্থ ভৌমিক আরও বেশি জন সংযোগে উদ্যোগী

শোভনলাল রাহা, এইকাল নিউজ

দি বেঙ্গল প্রেস এসোসিয়েশনের পক্ষ থেকে মন্ত্রী পার্থ ভৌমিককে সম্মান জ্ঞাপন করা হচ্ছে

রাজনৈতিক সৌজন্যবোধ হোক কিংবা সংস্কৃতি মনস্কতা, রাজনৈতিক বিশ্লেষন হোক কিংবা উন্নয়নমূক কর্মসূচির বাস্তবায়ন সবেতেই তিনি নজর কেড়েছেন গত এক দশক। মন্ত্রীত্ব পাওয়ার পর থেকে নিজের দপ্তরের কাজ চটজলদি বুঝে নিয়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণ বঙ্গ দৌড়ে বেড়াচ্ছেন জেট গতিতে। দিদির নির্দেশিত পথে উন্নয়নের অশ্বমেধ ঘোড়াকে ছুটিয়ে নেওয়ার পাশাপাশি পুজোয় সময় দিয়েছেন নিজের বিধানসভা কেন্দ্র নৈহাটির বিভিন্ন পুজো প্যান্ডেলে।
আর এবার বিজয়ী হলে বিনয়ী হতে হয়, এই নীতিবাক্যকে পাথেয় করে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়ার সমালোচনাকে মাথা পেতে নেওয়ার অঙ্গীকার করলেন মন্ত্রী পার্থ ভৌমিক।

তাঁর অভিনীত “টিনের তলোয়ার” ও “দায়বদ্ধ” দেখতে ভিড় জমান বিরোধী শিবিরেরও নাট্যপ্রেমী বহু মানুষ।
তিনি রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র। শিক্ষগত যোগ্যতা এম.কম।ছাত্র রাজনীতি থেকে তাঁর উত্থান। তিনি নৈহাটির তিন বারের বিধায়ক। রাজ্য মন্ত্রী সভার সম্প্রতিকতম সদস্য পার্থ ভৌমিক।

এবার নিজের বিধানসভা এলাকায় নিজেদের খুঁটিনাটি ভুল ত্রুটি শুধরে নিতে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভর উপর সম্পূর্ণ আস্থা রাখলেন মন্ত্রী মশাই।
বিজয়া দশমী উপলক্ষে সাংবাদিকদের নিয়ে একটি বিজয়া সম্মেলনের আয়োজন করেছিলেন তিনি। আর সেখানেই নৈহাটি পুরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় ও পুরপ্রধান পারশাদ পার্থ দাসগুপ্তকে পাশে নিয়ে খুশির মেজাজে চলল গানের আড্ডা।

নৈহাটির সমরেশ বসু কক্ষে আয়োজিত বিজয়া সম্মেলনি থেকে মন্ত্রী পার্থ ভৌমিক জানিয়ে দিলেন তাঁর এবারের নৈহাটি উৎসবের বাজেট অর্ধেকরও কম। উৎসব হবে, হবে গিল্ড এর সাহযোগিতায় বইমেলা, শিশুমেলা, পাখিমেলা, সবলা মেলা, সেমিনার। কিন্তু হাই বাজেটের মুম্বাইয়ের শিল্পীদের নিয়ে এসে জলসা হবে না। উল্লেখ্য ২০১১ সাল থেকে বিধায়ক পার্থ ভৌমিকের উদ্যোগে হওয়া নৈহাটি উৎসব বহু প্রশংশীত। করোনা অতিমারীর কারনে উৎসব বিগত দুবছর বন্ধ ছিল। উৎসব না হলেও বিধায়ক পার্থ ভৌমিক ব্যাস্ত ছিলেন লাকডাউনে দরিদ্র মানুষের মুখে দুবেলা খাবার তুলে দিতে কমিউনিটি কিচেন ও কভিড হাসপাতালে স্বাস্থ পরিষেবাকে আরও জানমুখী করে তোলার প্রয়াসে। মন্ত্রী হওয়ার পর এবার আরও বেশি সাবধানী পার্থ ভৌমিক। তিনি বলেন, মুম্বাইয়ের শিল্পীদের নিয়ে এসে জলসা না করে আমি এলাকার সংস্কৃতি চর্চায় আরও জোর দিতে চাই। আরও বেশি করে মানুষের পাশে থাকাটাই আমার লক্ষ। তবে আমরা কেউ ভগবান নই। ভুল ত্রুটি হলে তা মিডিয়াই আমাদের ধরিয়ে দেবে। কারন পুলিশ আর মিডিয়া জানস্বার্থে ২৪ ঘন্টা কাজ করে। আর সেই উদ্দেশ্যেই প্রতি মাসে রকদিন করে মিডিয়ার সঙ্গে সমন্বয় বৈঠক করবেন মন্ত্রী পার্থ ভৌমিক। প্রতি মুহূর্তে মিডিয়ার সঙ্গে কো অর্ডিনেট করার দায়িত্ব দিলেন নৈহাটি পুরসভার সি.আই.সি পার্থ দাসগুপ্তকে।

Developed by