Breaking
11 Apr 2025, Fri

কিশোর-কিশোরীদের সচেতনতামূলক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করল নৈহাটি নবপ্রজন্ম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি*

এই কাল নিউজ,নৈহাটি :

Advertisement

নৈহাটি নবপ্রজন্ম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি পরিচালনায় রবিবার সকাল ১০টায় নৈহাটির ক্যাসাডিবাম্বিনি ইংরেজি মিডিয়াম স্কুলে জেলা ব্যাপী বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। শিশু, কিশোর-কিশোরীদের সচেতনতামূলক অঙ্কন প্রতিভার বহিঃপ্রকাশ ঘটানো লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই চারটি বিভাগের বয়স ভিত্তিক এই প্রতিযোগিতায় বিষয় ছিল ৫ থেকে ৭ বছর বয়স পর্যন্ত – যেমন খুশি আঁকো, ৭ বছর ১দিন থেকে ১২ বছর বয়স পর্যন্ত – পরিবেশ সচেতনতা, ১২ বছর ১দিন থেকে ১৬ বছর বয়স পর্যন্ত – স্বাধীনতার ৭৫ বছর এবং ১৬ বছর ১দিন থেকে তদ্ধুর্ধ – সাম্প্রদায়িক সম্প্রীতি। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নৈহাটি নবপ্রজন্ম স্বেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি পার্থপ্রতিম দাশগুপ্ত জানান, জেলা তথা বাংলা জুড়ে দীর্ঘ চার বছর ধরে বস্ত্রদান, স্বাস্থ্য শিবির, করোনাকালীন অসহায় মানুষের পাশে থাকা, আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রান পাঠানোর মতো বিভিন্ন সামাজিক কাজ করে চলেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সুজয় দাস, সমাজসেবী ডঃ বিকাশ সাউ, শুভ্রজ্যতি চক্রবর্ত্তী, কল্যান মজুমদার সহ বিশিষ্টজনেরা।
এদিন অনুষ্ঠান ঘিরে জেলা থেকে আগত সমস্ত প্রতিযোগীর বিপুল উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।
সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক শুভম দাস বলেন, আজকের প্রতিযোগিতায় দুই শতাধিক শিশু, কিশোর-কিশোরী উত্তর২৪ পরগণা, নদীয়া, হাওড়া ও হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেছে এছাড়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অংশগ্রহণকারীদের থেকে যে ফর্মের মূল্য নেওয়া হয়েছে তা আর্থিক অসচ্ছল মেধাবী পড়ুয়াদের নিকট শিক্ষা সামগ্রী ক্রয় করে পৌছে দেওয়া হবে। এদিনেই প্রতিটি বিভাগে প্রথম , দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কার ও মানপত্র তুলে দেওয়া হয়েছে। এছাড়াও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে দেওয়া হয় মানপত্র।

Developed by