Breaking
11 Apr 2025, Fri

ফের এগিয়ে আসছে গরমের ছুটি! গ্রীষ্মের দাবদাহের জেরে ২৪ এপ্রিল থেকেই বন্ধ হতে পারে স্কুল

শোভনলাল রাহা, এইকাল নিউজ:

Advertisement

রমের দাপটে জ্বলছে বাংলা। গ্রীষ্মের দাবদাহে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের মানুষের। সে কথা মাথায় রেখেই রাজ্যের মমতাময়ী মুখ্যমন্ত্রী প্রথম দফায় ২২ দিন এগিয়েছেন গরমের ছুটি।
আরও এক দফা এগিয়ে ২মে-র সপ্তাহ দুয়েক আগেই স্কুলেই গ্রীষ্মের ছুটি শুরু হয়ে যেতে পারে বলে প্রশাসনিক সূত্রের খবর।

গত বুধবারের ঘোষণা অনুযায়ী স্কুলে গরমের ছুটি দুই মে শুরু হচ্ছে বলে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি হয়েছে। কিন্তু গ্রীষ্মের রুদ্ররোষ প্রশমনের কোনও আভাস মিলছে না প্রকৃতির মেজাজে। এই অবস্থায় গরমের ছুটি আরও এগিয়ে আনা হতে পারে বলে সরকারি স্তরে জল্পনা শুরু হয়েছে। নবান্নের শীর্ষস্থানীয় কর্তাদের সূত্রে খবর, খোদ মুখ্যমন্ত্রী বিষয়টি বিবেচনার স্তরে রেখেছেন।
এবছর গরমের ছুটি পড়ার কথা ছিল ২৪ মে। প্রবল দাবদাহের কারণে ছুটি এগিয়ে দু সপ্তাহ আগে ২ মে থেকে শুরু হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কিন্তু শুক্রবার অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনেও গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলেছে। তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে বৈশাখের প্রথম দিনেও। উত্তরবঙ্গের মালদহ ও দুই দিনাজপুরেও তীব্র গরম চলছে। অস্বস্তিকর আবহাওয়া কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মতো ডুয়ার্সের জেলাতেও। ১১ জেলায় তাপপ্রবাহ চলছে। হাওড়ার বাগনান এবং হুগলির কামারপুকুর গোঘাটসহ বেশ কিছু এলাকায় জল স্তর নেমে সংকট দেখা দিয়েছে। উষ্ণতার পারদ আরও চড়তে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। শুক্রবার দুপুরে কলকাতা শহরের তাপমাত্রা ৪২ ডিগ্রি অতিক্রম করেছে। শনি ও রবিবার এই তাপমাত্রা আরও বাড়বে। ইতিমধ্যে স্কুল-কলেজের গরমের ছুটি এগিয়ে এনেছে পাঞ্জাব, উড়িষ্যা সহ বিভিন্ন রাজ্য। কাজেই সূত্রের খবর, তাপপ্রবাহের দাপট থেকে কচিকাচাদের বাঁচাতে এপ্রিল মাসের ২৪ তারিখ থেকেই শুরু হতে পারে গ্রীষ্মের ছুটি।

Developed by