এইকাল নিউজ :
গত ২৫-২৬ ফেব্রুয়ারী ২০২৩ লালন আকাদেমির উদ্যোগে নৈহাটি ঋষি বঙ্কিম চন্দ্র কলেজের কমলাকান্ত সভাঘরে দু দিন ব্যাপী অনুষ্ঠিত হল রাঢ় বাংলার লোকসংগীত ঝুমুর গানের আন্তর্জাতিক আলোচনা চক্র এবং কর্মশালা। লালন আকাদেমি ছাড়াও এই অনুষ্ঠানের উদ্যোক্তা হিসাবে ছিল আই কি ইউ সি, নৈহাটি ঋষি বঙ্কিম চন্দ্র কলেজ। লালন আকাদেমির পক্ষ থেকে আহ্বায়ক ছিলেন মৃত্তিকা মালাকার এবং ঋষি বঙ্কিম চন্দ্র কলেজের তরফে আহ্বায়ক ছিলেন
ড. সৌরভ মজুমদার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্কিম ভবনে অধ্যক্ষ ড. রতন নন্দী। উপস্থিত ছিলেন লালন আকাদেমি র সভাপতি শ্রী শুভেন্দু মাইতি এবং ঋষি বঙ্কিম চন্দ্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরিন্দম মল্লিক।
অনুষ্ঠানের প্রথম পর্বে ঝুমুর গান নিয়ে আলোচনা করেন ড. রতন নন্দী ও শ্রী শুভেন্দু মাইতি। কর্মশালার আরও উপস্থিত ছিলেন পুরুলিয়া থেকে আগত ঝুমুরিয়া চৈতন্য মাহাতো এবং ধনঞ্জয় মাহাতো। প্রথম দিনের দ্বিতীয় পর্বে তাঁরা ঝুমুরের বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা করেন এবং ঝুমুর গান শেখান।
দ্বিতীয় দিন প্রথম পর্বে “ঝুমুর গানে ঐক্যভাবনা” নিয়ে আলোচনা করেন ড. জলধর কর্মকার। তাছাড়াও কর্মশালায় শেখানো হয় ভবপৃতানন্দ ওঝা ও সালাবাত মাহতোর ঝুমুর গান। প্রশিক্ষকরা ঝুমুর গানের তাল, নৃত্যপ্রনালী নিয়েও আলোচনা করেন। দুদিনের কর্মশালায় প্রশিক্ষকদের সহায়তা করেছেন লালন আকাদেমির সচিব তাপসী রায়চৌধুরী। নাগরিক শিক্ষার্থীদের কাছে ঝুমুর গানকে সহজ করে শিখতে সাহায্য করেন তিনি। দ্বিতীয় পর্বে ঢাকা মীরপুর কলেজের বাংলা বিভাগের প্রধান ড. জেসমিন আরা বুলি বাংলাদেশের আদিবাসী সংস্কৃতি ও ক্ষেত্র সমীক্ষা নিয়ে তাঁর সুচিন্তিত বক্তব্য আলোচনা করেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ৪৮ জন শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে শংসাপত্র দিয়ে সকল শিক্ষার্থীদের সম্মানিত করা হয়।
