Breaking
4 Apr 2025, Fri

হালিশহরে প্রবীর সরকারের হাত ধরে শতাধিক বিজেপি ছেড়ে তৃণমূলে

শোভনলাল রাহা, নৈহাটি:

Advertisement

ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের কপালে চিন্তার বলিরেখা আরো বাড়িয়ে লোকসভা ভোটের আগে ফের ধস পদ্ম শিবিরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হতে মঙ্গলবার বীজপুর বিধানসভার হাজিনগরের ১৮ ও ২৩ নম্বর ওয়ার্ডে বিজেপি ছেড়ে শতাধিক কর্মী যোগদান করলেন তৃণমূলে।

হালিশহর পুরসভার অন্তর্গত হাজিনগরের ২৩ নম্বর ওয়ার্ডটি মূলত অবাঙালি অধ্যুষিত এলাকা। ২০১৫ সালের পুর নির্বাচনের পর হালিশহর পুরসভার এই ওয়ার্ডটি ছিল বিজেপির দখলে। ২০২২ সালের পুরসভা নির্বাচনের পর এই ওয়ার্ডটি তৃণমূল জিতলেও এখানে বিজেপির সংগঠন ছিল বেশ মজবুত। কিন্তু রাজ্য সরকারের লাগাতার উন্নয়নে বিজেপির সেই সংগঠনে ভাঙন ধরল। বীজপুরের কর্মবীর বিধায়ক সুবোধ অধিকারী এবং হালিশহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষের তৎপরতায় এলাকার রাস্তাঘাট থেকে সামগ্রিক পুর পরিষেবা নজর কেড়েছে ।
আর লোকসভা ভোটের আবহে তারই সুফল পেল তৃণমূল। মহিলা পুরুষ সম্মিলিত ভাবে অর্ধ শতাধিক বিজেপি কর্মী হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকারের হাত থেকে নিজেদের হাতে তুলে নিলেন ঘাসফুলের পতাকা।
অন্যদিকে হালিশহরের ১৮ নম্বর ওয়ার্ডেও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অর্ধ শতাধিক পুরুষ ও মহিলা। মঙ্গলবার সন্ধ্যায় এই ওয়ার্ডে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও বাবুল সুপ্রিয়র একদা “ঝালমুড়ি-সৌজন্য” ফিরিয়ে আনলেন হালিশহর টাউন তৃণমূল কংসের সভাপতি প্রবীর সরকার। ঝালমুড়ির আসরেই অভিনব কায়দায় গেরুয়া ছাড়লেন পঞ্চাশের বেশি বিজেপি কর্মী।

Developed by