
এইকাল প্রতিবেদন:
আয়ারল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রণমূলক বক্তৃতায় নজর কাড়লেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. শাঁওলি চক্রবর্তী আচার্য। আমন্ত্রণের ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির শিক্ষাবিজ্ঞান বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড: শাঁওলি চক্রবর্তী আচার্য বিশ্ববিদ্যালয়ের আর্থিক আনুকূল্যে ওই সম্মেলনে অংশগ্রহণ করেন।এবং অংশগ্রহণের সঙ্গে সঙ্গেই তিনি এএসইএম দ্বারা আয়োজিত গ্লোবাল লাইফ লং লার্নিং সপ্তাহ ২০২৪-এ গুরুত্বপূর্ণ প্রভাবও বিস্তার করেন। যা ইউনিভার্সিটি কলেজ কর্ক, কর্ক আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হয় চলতি বছরের ২৭ মে থেকে ৩১ মে ২০২৪ পর্যন্ত।
সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল “ট্রানজিশন ফ্রম দ্য সেক্টরস অফ এডুকেশন টু ইকো সিস্টেমস অফ লাইফ লং লার্নিং”, যা বর্তমান শিক্ষার প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ দিক। অধ্যাপক ড: শাঁওলি চক্রবর্তী আচার্যর উপস্থাপনার মূল বিষয় ছিল “ফিনান্সিয়াল লিটারেসি আমং সেল্ফ হেল্প গ্রুপস: ট্রানজিশনিং ফ্রম সেক্টর টু লাইফলং লার্নিং সিস্টেমস”। ২৮ মে এই বিষয়ে নিজের বক্তব্য উপস্থাপন করেন তিনি। একই সেশনে উপস্থিত ছিলেন আয়ারল্যান্ড, ডেনমার্ক, ইংল্যান্ড , স্কটল্যান্ড এবং বাংলাদেশের সম্মানিত শিক্ষাবিদরা।
এএসইএম-এর আমন্ত্রণ সম্পর্কে ড. আচার্য জানিয়েছেন, উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত ফ্যাকাল্টিদের কাছে এই সম্মেলনটি খুবই মর্যাদা পূর্ণ। এটি রিসার্চ নেটওয়ার্কের মধ্যে সংযোগের এক নতুন পথ খুলে দেবে এবং বিশ্বজুড়ে জীবনব্যাপী শিক্ষার পরিবর্তনের আলোচনার দিকের উন্মেষ ঘটাবে। এছাড়া এটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের প্রকাশের সুযোগ বৃদ্ধি করবে, যা জাতীয় শিক্ষানীতি ২০২০-র একটি অগ্রাধিকার।
