Breaking
4 Apr 2025, Fri

সাইবার প্রতারনার ৪৫ হাজার উদ্ধার জেটিয়ায়

এইকাল নিউজ: সাইবার প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৪৫ হাজার টাকা মাত্র ৩৯ দিনের মাথায় ফিরে পেলেন নৈহাটি বিধানসভা এলাকার জেটিয়ার যদুনাথবাটির বাসিন্দা পার্থব্রত ঘোষ। জেটিয়া থানার ওসি উত্তম কুমার সরকারের তৎপরতায় এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম অফিসারদের উদ্যোগে যদুনাথবাটি এলাকার ঘোষ দম্পতির হাতে তুলে দেওয়া হল ৪৫ হাজার টাকার চেক। মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই চেক তুলে দিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার (নর্থ জোন) আইপিএস গণেশ বিশ্বাস। সঙ্গে ছিলেন জেটিয়া থানার ওসি উত্তম কুমার সরকার।

পাশাপাশি এদিন জেটিয়া থানার উদ্যোগে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া দশটি মোবাইল উদ্ধার করে তা ফিরিয়ে দেওয়া হল। সাইবার প্রতারণায় খোয়া যাওয়া টাকা ও চুরি যাওয়া মোবাইল ফিরে পাওয়ার পর স্বভাবতই খুশি হয়ে বাসিন্দারা বলছেন ইচ্ছা করলে পুলিশ অসাধ্য সাধন করতে পারে। প্রসঙ্গত সম্প্রতি জেটিয়ায় রেলের এক অবসরপ্রাপ্ত কর্মীর বাড়িতে ভুয়ো ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ঘটেছিল। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে মাঝরাতে জেটিয়া থানার পুলিশ গিয়ে সেই দম্পতিদের সাইবার ক্রাইম থেকে বিপদমুক্ত করেন। পাশাপাশি জেটিয়া থানার ওসির নেতৃত্বে এলাকায় সাইবার সচেতনতামূলক প্রচার ও কর্মসূচি গৃহীত হয়েছে।

Developed by